শেয়ার বেচবেন অ্যাপোলো ইস্পাতের পরিচালক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:১৬:৫১
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাতের মনোনীত পরিচালক (মেসার্স আর্ট ইন্টারন্যাশনালের প্রতিনিধি) মমতাজুর রহমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী তিনি নিজ প্রতিষ্ঠানের ১১ লাখ ১০ হাজার বোনাস শেয়ার বেচবেন।
রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মেসার্স আর্ট ইন্টারন্যাশনালের পোর্টফলিওতে অ্যাপোলো ইস্পাতের ৮৫ লাখ ১০ হাজার শেয়ার রয়েছে। ঘোষণা অনুযায়ী বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বিক্রি শেষ করবেন মমতাজুর রহমান।
(ঢাকাটাইমস/৮ ফেব্রুয়ারি/এমএন)