logo ১৭ মে ২০২৫
প্রথম দিনেই ৭৪ কোটি টাকার লেনদেন ইফাদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:৩১:২১
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিনেই ইফাদ অটোসের ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন তালিকার শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিজয়ীরা এ শেয়ার থেকে দ্বিগুণের বেশি মুনাফা করতে পেরেছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ইফাদ অটোস লিমিটেডের মোট শেয়ার থেকে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ কোটি ৯১ লাখ ২৪ হাজার ৫০০টি বা ১৬.৬৩ শতাংশ। বৃহস্পতিবার ডিএসইতে ইফাদ অটোসের মোট ১ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৭৮টি শেয়ার লেনদেন হয়েছে।


এদিন শেয়ারটির দর বেড়েছে ৩৭ টাকা ৭০ পয়সা বা ১২৫ দশমিক ৬৭ শতাংশ। এই শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৬৭ টাকা ৭০ পয়সা দরে।


প্রকৌশল খাতের এই কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ১১৫ কোটি টাকা। এই কোম্পানির মোট শেয়ার রয়েছে ১১ কোটি ৫০ লাখ।


(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এমএন)