গ্রামীণফোন ও সামিটের পর্ষদ সভা রবিবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:১৭:০২
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে এ দুই প্রতিষ্ঠানের সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈঠকে দুই কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
গ্রামীণফোন ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১০ টাকা ৮৯ পয়সা।
সামিট অ্যালায়েন্স ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৮৮ পয়সা।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এমএন)