logo ১৮ মে ২০২৫
কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:৩২:৩০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫২ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৯৯ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম। লেনদেন হয়েছে মোট ৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ইফাদ অটোস, গ্রামীণফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসিআই ফর্মুলেশন্স, লাফার্জ সুরমা, ন্যাশনাল পলিমার, সিঅ্যান্ডএ টেক্সটাইল, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক ও শাহজিবাজার পাওয়ার।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ১১ হাজার ৬৬৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। লেনদেন হয় মোট ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/জেএস)