logo ১৭ মে ২০২৫
সপ্তাহশেষে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৩৭:৫৯
image

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।


ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭১ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৬০৩ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৮৫ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৩১৬ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজারে লেনদেন কমেছে ১৩ কোটি ৮১ লাখ ৪ হাজার ৭১৩ টাকা।


ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৮৩ শতাংশ বা ৩৯ দশমিক ০১ পয়েন্ট। ডিএস৩০ সূচক কমেছে দশমিক ৮৩ শতাংশ বা ১৪ দশমিক ৫৩ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৪৯ শতাংশ বা ৫ দশমিক ৪৮ পয়েন্টে।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ২১টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন কমেছে ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ২৪১ টাকা। আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৩৬১ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৪২ লাখ ২৩ হাজার ৬০২ টাকার শেয়ার।


সিএসইতে লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের সূচক। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে শূন্য দশমিক ২৪ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।


(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এমএন)