সাপ্তাহিক গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:০৮:০৯

ঢাকা: গেলো সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহশেষে শীর্ষ দশের চারটিই এ খাতের।
শীর্ষ দশে থাকা মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো- এআইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৮ দশমিক ৫১ শতাংশ। আলোচিত সপ্তাহে প্রতিদিন ফান্ডটি ৬২ লাখ ২ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ১০ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
এছাড়া গেইনারে থাকা অপর মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৬৭ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ দশমিক ২৬ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৭৬ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো, শীর্ষে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের ১১ দশমিক ২০ শতাংশ, দ্বিতীয় স্থানে এসিআই ফরমুলেশনসের ৯ দশমিক ৭৭ শতাংশ, চতুর্থ স্থানে বাটা সু’র দর বেড়েছে ৮ দশমিক ০২ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা লিবরা ইনফিউশনের ৬ দশমিক ২৮ শতাংশ, সপ্তম স্থানে বিডি থাই অ্যালুমিনিয়ামের ৫ দশমিক ৪৩ শতাংশ এবং দশম স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এমএন)