মুনাফা বেড়েছে ওয়েস্টার্ন মেরিনের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:১৮:৪৭
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ি মুনাফায় রয়েছে প্রতিষ্ঠানটি।
রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের করপরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৮৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৭ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা ও ১ টাকা।
বিগত তিন মাসে (অক্টোবর’১৪-ডিসেম্বর’১৪) ওয়েস্টার্ন মেরিনের করপরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ২৫ লাখ টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৪৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা ও ০.৫৭ টাকা।
(ঢাকাটাইমস/৮ ফেব্রুয়ারি/এমএন)