গ্রামীণফোনের ৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১০:৪৭:১৪
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে প্রতিষ্ঠানটি ৯৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। এ নিয়ে ২০১৪ সালের জন্য ঘোষিত লভ্যাংশ দাঁড়িয়েছে ১৬০ শতাংশ। গত বছর প্রতিষ্ঠানটি ১৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
সমাপ্ত অর্থবছর শেষে গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৬৭ পয়সা। আর বছর শেষে শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ২৩ টাকা ২৩ পয়সা।
ঘোষিত লভ্যাংশ চূড়ান্ত অনুমোদনের জন্য ২১ এপ্রিল বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি ।
(ঢাকাটাইমস/৯ ফেব্রুয়ার/এমএন)