logo ১৭ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:৩৮:৪০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ৯ ফেব্রুয়ারি সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১২২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। লেনদেন হয়েছে মোট ৩৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে-ইফাদ অটোস, এসিআই, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসিআই ফর্মুলেশন্স, মবিল যমুনা ও ন্যাশনাল ব্যাংক।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮২৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৪০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম। লেনদেন হয় মোট ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/জেএস)