নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:২৫:৫৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নমুখী হয়ে পড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১২টা ০৮ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ০ দশমিক ৩৯ পয়েন্ট কমে এক হাজার ৭৮৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৩৮ পয়েন্টে স্থির হয়।
এর আগে বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১০ পয়েন্টে ছিলো। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৮ পয়েন্টে ছিলো।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম।
লেনদেন হয়েছে মোট ১৩২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৯৯ কোটি ৪১ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১২টা ০৮ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৮ হাজার ৮৬৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট কমে ১১ হাজার ৯৭৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৩৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
লেনদেন হয় মোট ২৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ০৫ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এমএন)