উভয় বাজারে সূচক ও লেনদেন কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৩৫:২১

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির। লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
আগের দিন ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৪১ পয়েন্টে। লেনদেন হয় ৩২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ৬১ কোটি ৩২ লাখ টাকা।
দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১১০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টির। লেনদেন হয়েছে ২৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
আগের দিন ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮৯৭৯ পয়েন্টে। আর লেনদেন হয় ২৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এমএন)