logo ১৭ মে ২০২৫
সপ্তাহজুড়ে ইতিবাচক ধারায় সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:২৭:৩৬
image

ঢাকা: গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে এর আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৩৬ দশমিক ৩২ শতাংশ। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।


ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৬০ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৭৯৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৭১ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৬০৩ টাকার শেয়ার। এ হিসাবে আলোচিত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ১৯৫ টাকা।


ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ দশমিক ৩৪ শতাংশ বা ১৫৬ দশমিক ৬৮ পয়েন্ট। ডিএস৩০ সূচক বেড়েছে ৪ দশমিক ৫৭ শতাংশ বা ৭৯ দশমিক ১৩ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ৩  দশমিক ৫৮  শতাংশ বা ৩৯ দশমিক ৭৭ পয়েন্টে।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৫২টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত ছিল ১৯টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৯০ লাখ ৯০ হাজার ৯৫৭ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৩১৮ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৩৬১ টাকার শেয়ার।


লেনদেনের সাথে বেড়েছে সব ধরনের সূচক। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৩ দশমিক  ৩২ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৩২ শতাংশ।


আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।


(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এমএন)