নিম্নমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৪২:৩২

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দিনের শুরুতে নিম্নমুখী রয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭৮১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৭৮১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দাম।
লেনদেন হয়েছে মোট ৬০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২৫৯ কোটি ৩৫ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসইর সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১২ হাজার ১৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
লেনদেন হয় মোট ৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমএন)