logo ১৬ মে ২০২৫
ইস্টার্ন হাউজিংয়ের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৩৩:৪৩
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের ইস্টার্ন হাউজিং অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


২০১৫ সালের ৩১ জানুয়ারি শেষ হওয়া অর্ধবার্ষিকে (আগস্ট’১৪-জানুয়ারি’১৫) এ কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৭ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা এবং ৮৪ পয়সা।


এ ছাড়া বিগত তিন মাসে (নভেম্বর’১৪-জানুয়ারি’১৫) এ কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৩০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা এবং ৪৭ পয়সা।


(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমএন)