বিএটিবিসির ৪৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:১২:৫৬
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) লভ্যাংশ ঘোষণা করেছে।২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৪৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
এর আগের কোম্পানিটির পক্ষ থেকে ১০০ ভাগ অন্তর্বর্তীকালনী নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। অর্থাৎ ২০১৪ সালের জন্য এ কোম্পানির পক্ষ থেকে মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির এ সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত হবে।বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ৫ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৬২৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছে ১০৪.৭০ টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৯১.০৬ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৭৯.৪১ টাকা।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমএন)