শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:২৭:৪৪

ঢাকা: পতনের মধ্য দিয়ে দিন শুরু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৭ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে এক হাজার ৭৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১৩১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ২৪টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
লেনদেন হয়েছে মোট ৮৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৩০৯ কোটি ১১ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪৯ পয়েন্ট কমে ৮ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৪ পয়েন্ট কমে ১২ হাজার ৭৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৬৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
লেনদেন হয় মোট ৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএন)