গ্লাক্সো স্মিথ ও এমটিবিএল'র লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৪০:০৭
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লাক্সো স্মিথক্লাইন ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্লাক্সো স্মিথক্লাইন ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬৮ টাকা ৬৩ পয়সা।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ১২ পয়সা।
ব্যাংকটির এজিএম আগামী ৩০ মার্চ রাজধানীর খিলক্ষেতে বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে।এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএন)