logo ১৬ মে ২০২৫
আর্থিক খাতের ৩ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১০:৪২:৩০
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আইডিএলসি, আইপিডিসি ও প্রাইম ফাইন্যান্স ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আইডিএলসি ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস (স্টক) লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ারে ১০ টাকা প্রিমিয়ামসহ মূল্য হবে ২০ টাকা। কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬ টাকা ১৯ পয়সা।


প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১০টায় রাজধানীর ক্যান্টনমেন্টের রেডিসন হোটেলে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।


আইপিডিসি ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৪৪ পয়সা।


প্রতিষ্ঠানটির এজিএম আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজিএমের স্থান পরে নির্ধারণ করা হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।


প্রাইম ফাইন্যান্স ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৫৯ পয়সা।


প্রতিষ্ঠানটির এজিএম আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশেন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।


(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমএন)