এস আলম কোল্ড রোল্ডের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১০:৪৯:৪৬
ঢাকা: প্রকৌশল খাতের এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিগত অর্থবছরে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার প্রতি আয় হয়েছে ৯৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল ১১টায় চট্টগ্রামের স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমএন)