ঊর্ধ্বমুখী সূচকে শেষ দিনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৫৭:৫২

ঢাকা: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইর ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩২ পয়েন্টে রয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
লেনদেন হয়েছে মোট ৮৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে বেলা ১১টা ৪৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
লেনদেন হয় মোট ৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমএন)