লভ্যাংশ ঘোষণা করলো ৪ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ মার্চ, ২০১৫ ১১:৫৫:৪৮

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের অর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিঙ্গার বিডি: প্রকৌশল খাতের প্রতিষ্ঠান সিঙ্গারে বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ আর ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে কোম্পানিটি একই হিসাব বছরের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। চূড়ান্ত লভ্যাংশের ফলে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়াল ২২০ শতাংশ।
কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ৯১ পয়সা। এই কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।
লিন্ডে বাংলাদেশ: বিদ্যুৎ ও জ্বালানী খাতের লিন্ডে বাংলাদেশ লিমিটে শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ৭৫ পয়সা। লিন্ডেবিডির এজিএম আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। স্থান ও সময় পরে জানানো হবে।এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।
সিনোবাংলা: বিবিধ থাতের সিনোবাংলা ইন্ডাস্ট্রি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। এজিএম আগামী ২১ মে সকাল ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় ফেক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মার্চ।
হাইডেলবার্গ সিমেন্ট: সিমেন্ট থাতের হাইডেলবার্গ সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ৩৮০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৮৮ পয়সা। এজিএম আগামী ১৫ এপ্রিল সকাল ১১টায় নারায়ণগঞ্জের রুপগঞ্জে ফেক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ।
(ঢাকাটাইমস/১মার্চ/এমএন)