৪ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ মার্চ, ২০১৫ ১১:০৯:১৮

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত চার ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হলো, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক ও পূবালী ব্যাংক।
ব্যাংক এশিয়া: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৬৪ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ সকাল ১১টায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।
প্রাইম ব্যাংক: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আর ব্যাংকটির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২৩ টাকা ৮৮ পয়সা। এজিএম আগামী ৩০ মার্চ সকাল ১১টায় রাজাধানীর ফার্মগেটের কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।
পূবালী ব্যাংক: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। ব্যাংকটির এজিএম আগামী ৩১ মার্চ সকাল ৯টায় মিরপুরের পিএসসি কনভেনশেন হলে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।
এসআইবিএল: সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৭ টাকা ৩১ পয়সা। ব্যাংকটির এজিএম আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। সময় এবং স্থান পরে জানানো হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।
(ঢাকাটাইমস/১মার্চ/এমএন)