ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মার্চ, ২০১৫ ১১:৩০:৩৮

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।
লেনদেন হয়েছে মোট ৪৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২২১ কোটি ২ লাখ টাকা।
একই সময়ে সিএসইর সিএসসিএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৯০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। লেনদেন হয় মোট ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৪মার্চ/এমএন)