কারণ ছাড়াই দর বাড়ছে প্রগতি লাইফের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মার্চ, ২০১৫ ১১:২৮:৪৯
ঢাকা: কোনো কারণ ছাড়া শেয়ারের দর বাড়ছে বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের।শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ৫ মার্চ বৃহস্পতিবার ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে বলে জানায় কোম্পানিটি।
গত ৬ কার্যদিবসের প্রতিদিনই ধারাবাহিকভাবে শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ৯৭ টাকা থেকে বেড়ে ১১৪ টাকা ৩০ পয়সা পর্যন্ত হয়। গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৮০ টাকা ২০ পয়সা থেকে ২৪৭ টাকা ৭০ পয়সা পর্যন্ত।
(ঢাকাটাইমস/৮মার্চ/এমএন)