logo ১৫ মে ২০২৫
ইউনাইটেড ফিন্যান্সের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মার্চ, ২০১৫ ১১:১২:৩৮
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইউনাইটেড ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।


রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।


প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন রোডের ঢাকা লেডিস ক্লাবে এই সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মার্চ।


সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৯ পয়সা।


(ঢাকাটাইমস/৮মার্চ/এমএন)