লাফার্জ সুরমার ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মার্চ, ২০১৫ ১১:৪৩:২৭
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লাফার্জ সুরমা সিমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১জুন সকাল ১১টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।
গত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময় এই কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৪১ পয়সা। আগের বছর এই কোম্পানির এনএভি ছিল ৯ টাকা ৫১ পয়সা।
(ঢাকাটাইমস/৮মার্চ/এমএন)