logo ১৫ মে ২০২৫
শুরুতেই নিম্নমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৫ ১২:১৮:৫০
image

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র বজায় রয়েছে।


বেলা ১২টা ১০মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬২১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৭৩১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক দশমিক ৩৮ পয়েন্ট কমে এক হাজার ১১৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম। লেনদেন হয়েছে মোট ১৩৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে সিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসইর সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬১ পয়েন্ট কমে ১১ হাজার ৬৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৭ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। লেনদেন হয় মোট ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১১মার্চ/এমএন)