logo ১৫ মে ২০২৫
পতনে লেনদেন শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৫ ১৫:৩১:২২
image

ঢাকা: পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইতে সব ধরণের সূচকের পতন হয়েছে।তবে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।


এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৭১৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১০৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।


লেনদেন হয়েছে মোট ৩১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৫৫ কোটি ২১ লাখ টাকা।        


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১০৫ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬১ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। লেনদেন হয় মোট ২৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১১মার্চ/এমএন)