সপ্তাহের শেষ দিনেও পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ মার্চ, ২০১৫ ১৫:৫৫:৩৪

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসেও পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়ছে।
এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭১৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১০৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
লেনদেন হয়েছে মোট ৩১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৩১০ কোটি ২৮ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৪ পয়েন্ট কমে ১১ হাজার ৪৭০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০০ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। লেনদেন হয় মোট ১৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ২৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১২মার্চ/এমএন)