logo ১৫ মে ২০২৫
আইপিডিসির এজিএমের তারিখ পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ মার্চ, ২০১৫ ১১:১৫:০২
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) ৩৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ি আগামী ৪মে এজিএম অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


অনিবার্য কারণেই কোম্পানির পরিচালনা পর্ষদ এজিএমের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কোম্পানিটি ২৯ এপ্রিল এজিএম করার সিদ্ধান্ত নিয়েছিল।


আইপিডিসির এজিএম ওইদিন সকাল ১০টায় রাজধানীর ক্যান্টেনমেন্টের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি আইপিডিসি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। এ কোম্পানির রেকর্ড ডেট ছিল গত ৯ মার্চ।


(ঢাকাটাইমস/১২মার্চ/এমএন)