মিউচ্যুয়াল ফান্ডের প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ মার্চ, ২০১৫ ২১:৩৫:১৪

ঢাকা: মূল্য হ্রাসজনিত ক্ষতি মোকাবেলায় ব্যাংক কোম্পানির মিউচ্যুয়াল ফান্ডের প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, ব্যাংক কোম্পানির মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয়মূল্য ওই সময়ে ইউনিটের বাজার মূল্য বা চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের ৮৫ শতাংশের কম বা সমান হলে কোনো প্রভিশন সংরক্ষণ করতে হবে না।
তবে ইউনিটের বাজার মূল্য বা চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদের মূল্য ওই ইউনিটের গড় ক্রয়মূল্যের কম হলে প্রভিশন সংরক্ষণ করতে হবে।
এক্ষেত্রে বাজার মূল্য ও চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদের মূল্যের ৮৫ ভাগের মধ্যে যেটি বেশি হবে, গড় ক্রয় মূল্য থেকে সেটি বাদ দিয়ে বাকি অর্থ প্রভিশন হিসেবে সংরক্ষণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ইউনিটের গড় ক্রয় মূল্য চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের ৮৫ শতাংশের সমান বা বেশি হলে কোনো প্রভিশন সংরক্ষণ করতে হবে না। তবে কম হলে গড় ক্রয় মূল্য থেকে চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের ৮৫ শতাংশ বাদ দিয়ে বাকি অর্থ প্রভিশন হিসেবে সংরক্ষণ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি বাজার মূল্যে নিট সম্পদ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ অনুসরণ করতে হবে।
(ঢাকাটাইমস/১২মার্চ/এসবি/এআর/ ঘ.)