logo ১৫ মে ২০২৫
সপ্তাহশেষে লেনদেন বাড়লেও সূচকে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মার্চ, ২০১৫ ১১:১৮:৩৭
image

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে সপ্তাহশেষে সব ধরণের সূচক কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। সপ্তাহশেষে এ বাজারে লেনদেন ও সূচক উভয়ই কমেছে।


ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪২২ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৬১৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৪৩ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ৩১৭ টাকা। এ হিসাবে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ২৯৮ টাকা বা ৫.৮৪ শতাংশ।


গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ২৮৪ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৫২৩ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ২৬৮ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার ৬৬৩ টাকা।


এদিকে লেনদেন বাড়লেও সূচক কমেছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৩১ শতাংশ বা ১০৭ পয়েন্ট কমেছে। ডিএস৩০ সূচক কমেছে দশমিক ৯৫ শতাংশ বা ১৬ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৬৯ শতাংশ বা ৭ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত ছিল ২৫টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১২২ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৬৫৯ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিলো ১৪১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৩৯৬ টাকার শেয়ার।


সিএসইতে লেনদেনের পাশাপাশি সূচকেও নিম্নমুখী প্রবণতা ছিলো। এ সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ২ দশমিক ১৮ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে ২ দশমিক ৭১ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।


(ঢাকাটাইমস/১৩মার্চ/এমএন)