logo ১৫ মে ২০২৫
শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৫ ১৫:৫৭:৩৮
image

ঢাকা: সপ্তাহের শুরুতেই সূচকের পতন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একইসঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।


এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।


লেনদেন হয়েছে মোট ২৫৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার।      


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১৯ পয়েন্ট কমে ১১ হাজার ৩৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ২১ কোটি ২২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ১৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৫মার্চ/এমএন)