logo ১৫ মে ২০২৫
ভুয়া ফেসবুক বন্ধে বিটিআরসিকে সিএসইর চিঠি
ঢাকাটাইমস ডেস্ক
১৫ মার্চ, ২০১৫ ১৬:৪৫:৫০
image

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নামে পরিচালিত ৭টি ভুয়া ফেসবুক পেজ বন্ধ করার অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে সিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।


চিঠি দেয়ার বিষয়টি আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিএসই।


সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন এ বিষয়ে বলেন, ফেসবুকে সিএসইর অফিসিয়াল পেজ উদ্বোধনের পরই ভুয়া পেজগুলো বন্ধের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা এ জন্য বিটিআরসিকে ভুয়া পেজগুলো বন্ধের জন্য অনুরোধ জানিয়েছি। কেননা এই ভূয়া পেজগুলোকে ব্যবহার করে বিনিয়োগকারীদের ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ সম্ভব বলে আমরা মনে করছি। আমরা আশা করছি বিটিআরসি খুব দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নেবে।


উল্লেখ্য গত ৯ মার্চ সিএসই নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করেছে। সিএসই’র পেজের লিঙ্ক হলো- https://www.facebook.com/BangladeshCSE .


(ঢাকাটাইমস/১৫মার্চ/জেবি)