logo ১৫ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৫ ১২:২২:৩৪
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতা বিরাজমান।


রবিবার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিট পর সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২ পয়েন্ট কমে। এরপর থেকে সূচক একটানা বাড়তে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৩ পয়েন্ট, বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৮ পয়েন্ট, বেলা ১১টায় সূচক ১২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৫৬৯ পয়েন্টে অবস্থান করছে।


অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭২৩ পয়েন্টে অবস্থান করে ও ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে এক হাজার ১১০ পয়েন্টে।


এ সময় পর্যন্ত ডিএসইতে ১০৬টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে ও সাধারণ সূচক বেড়েছে ১২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১০৬টির, কমেছে ৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা, এসিআই, সাপোর্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, ইফাদ অটোমোবাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্ট ও পপুলার লাইফ ইন্সুরেন্স।


অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩১ পয়েন্ট কমে ৮ হাজার ৪০৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৮৫ পয়েন্ট কমে ১১ হাজার ৩৮৪ পয়েন্টে ও সিএএসপিআই সূচক ৪৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করে।


এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৫মার্চ/জেএস)