এসআইবিএলের এজিএমের স্থান নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৫ ১৫:১৪:৩৪
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ২০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থানের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় সাভারের ক্যান্টনমেন্ট গলফ ক্লাবে এজিএম অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি এ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর পুরোটাই ছিল নগদ লভ্যাংশ। এ জন্য রেকর্ড ডেট আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এমএন)