সূচকের পতনে লেনদেন শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৫ ১৫:৫৯:২৬

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে উভয় পুঁজিবাজারে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে।সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারেও সূচকের পতন হয়েছিলো।
সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ১৭ পয়েন্ট কমে এক হাজার ৬৯১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৯০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
লেনদেন হয়েছে মোট ২৮৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল মোট ২৫৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৩ পয়েন্ট কমে ৮ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৫ পয়েন্ট কমে ১১ হাজার ২৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৫৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। লেনদেন হয় মোট ২২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিলো ২১ কোটি ২২ লাখ ৪১ হাজার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এমএন)