logo ১৪ মে ২০২৫
নিম্নমুখী সূচকে লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৫ ১১:৩০:০২
image

ঢাকা: নিম্নমুখী সূচকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। পাশাপাশি উভয় বাজারেই লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।


বেলা ১১টা ১৮মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১০৩ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৭১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ২৪ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট কমে ১১ হাজার ৩০৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম। লেনদেন হয় মোট ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৬মার্চ/এমএন)