ব্র্যাক ব্যাংকের ২০% লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মার্চ, ২০১৫ ১৫:৫৯:০২
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ব্র্যাক ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল সকাল ১০ টায় সাভারের ব্র্যাক-সিডিএমে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ।
ব্যাংকটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ১৩ পয়সা । আর নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২৭ টাকা ১৯ পয়সা।
(ঢাকাটাইমস/১৮মার্চ/এমএন)