logo ১৪ মে ২০২৫
পতন হলেও বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মার্চ, ২০১৫ ১৫:৫২:৪৮
image

ঢাকা: দিনশেষে সূচকের পতন হলেও আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের দরপতন হয়েছে।


বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৬৭৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৭৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।


লেনদেন হয়েছে মোট ৩১৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।      


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৮ হাজার ২৫৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে ১১ হাজার ২০৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৬৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। লেনদেন হয় মোট ২২ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিলো ২২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৮মার্চ/এমএন)