ব্যাপক পতনে উভয় বাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মার্চ, ২০১৫ ১২:২৮:২৫

ঢাকা: সূচকের বড় ধরনের পতনে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। পাশাপাশি লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
বেলা ১২টা ১৫মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে এক হাজার ৬৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২৪ পয়েন্ট কমে এক হাজার ৬৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১৬৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ১০৭ পয়েন্ট কমে ৮ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২১ পয়েন্ট কমে ১১ হাজার ১৩৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম। লেনদেন হয় মোট ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৮মার্চ/এমএন)