logo ১৪ মে ২০২৫
সপ্তাহশেষে লেনদেন ও সূচকে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মার্চ, ২০১৫ ১১:২৮:৩১
image

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র লক্ষ্য করা গেছে।


ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৩ কোটি ৪১ লাখ ৭ হাজার ৪৪৭ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৪২২ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৬১৫ টাকা। এ হিসাবে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন কমেছে ৩৯৮ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ১৬৮ টাকা বা ২৮.০৫ শতাংশ।


গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ২৫৫ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৮৬২ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ২৮৪ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৫২৩ টাকা।


লেনদেনের পাশাপাশি সূচকও কমেছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৫ শতাংশ বা ৮৮ পয়েন্ট কমেছে। ডিএস৩০ সূচক কমেছে ১ দশমিক ৬২ শতাংশ বা ২৭ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ১১ শতাংশ বা ২৩ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৮১ কোটি ৭ লাখ ১৩ হাজার ৮৭৭ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিলো ১২২ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৬৫৯ শেয়ার। অর্থাৎ লেনদেন কমেছে ৪১ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।


সিএসইতে লেনদেনের পাশাপাশি সূচকেও নিম্নমুখী প্রবণতা ছিলো। এ সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১ দশমিক ৯৯ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৮৪ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।


(ঢাকাটাইমস/২০মার্চ/এমএন)