সূচকের উত্থানে লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৫ ১১:২০:০৯

ঢাকা: সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় উভয় বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।
রবিবার বেলা ১১টা ১৫মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১০১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৬৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৮৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম। লেনদেন হয় মোট ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২২মার্চ/এমএন)