logo ১৪ মে ২০২৫
পতনে লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মার্চ, ২০১৫ ১১:৫৭:০৭
image

ঢাকা: লেনদেন শুরুর পর ঊর্ধ্বমুখী থাকলেও মাত্র আধাঘণ্টার ব্যবধানে নিম্নমুখী হয়ে পরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। এছাড়া লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।


সোমবার বেলা ১১টা ৪৬মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৭১৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১০২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৯২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ২৪ পয়েন্ট কমে ৮ হাজার ৪০০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ১১ হাজার ৪২৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয়েছে ৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৩মার্চ/এমএন)