নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মার্চ, ২০১৫ ১২:৪৫:৪৯

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।
আগের দিনের মতো এদিনও সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। তবে এক ঘণ্টার মধ্যে সূচক নিম্নমুখী প্রবণতায় চলে যায়।
মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১৮ পয়েন্ট, বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট, বেলা ১১টায় সূচক ১২ বৃদ্ধি পায়। এরপর ১১টা ২০ মিনিটের দিকে সূচক আগের দিনের লেনদেন শেষের স্থানে চলে আসে। এরপর টানা নিম্নমুখীতার কারণে বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে যায়। বেলা ১১ টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫০১ পয়েন্ট অবস্থান করছে।
এদিকে, ডিএসই-৩০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১১ পয়েন্টে। ডিএসইতে ৫৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৫৬টা এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, এসপিসিএল, এসিআই ফরমুলেশন, যমুনা ওয়েল, এসআইবিএল, হামিদ ফেব্রিক্স, ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস ও সাপোর্ট।
(ঢাকাটাইমস/২৪মার্চ/জেএস)