গত সপ্তাহে পিই রেশিও বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ মার্চ, ২০১৫ ০৯:৫৭:১৪

ঢাকা: গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ১.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহশেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬.৮১-এ, যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৬.৬০-এ। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.২৬ শতাংশ বা ০.২১ পয়েন্ট।
সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭.০৬ পয়েন্টে, আর্থিক খাতের ৮.২৪, প্রকৌশল খাতের ২০.৭৪, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০.৪৯, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৯২, পাট খাতের ১৯৪.৩৯, বস্ত্র খাতের ১১.৩৪, ওষুধ ও রসায়ন খাতের ২৪.২৬, সেবা ও আবাসন খাতের ৩৬.৮১, সিমেন্ট খাতের ২১.৩৭, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৪৯, চামড়া খাতের ২৫.০৮, সিরামিক খাতের ৩১.৫৮, বীমা খাতের ১৭.৯৭, বিবিধ খাতের ৩৩.৩৫, পেপার ও প্রকাশনা খাতের ১১.৬৪, টেলিযোগাযোগ খাতের ২৪.২৯, ভ্রমণ ও অবকাশ খাতের ১৪.১৬-এ।
আগের সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান ছিল ৭.৫১ পয়েন্টে, আর্থিক খাতের ৮.৩৬, প্রকৌশল খাতের ২০.৫৩, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০.২৯, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৬৫, পাট খাতের ১৯৫.০৭, বস্ত্র খাতের ১১.২৮, ওষুধ ও রসায়ন খাতের ২৩.৫১, সেবা ও আবাসন খাতের ৩৮.০৮, সিমেন্ট খাতের ২১.৬২, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৬২, চামড়া খাতের ২৫.৩১, সিরামিক খাতের ৩২.০৭, বীমা খাতের ১৮.০৩, বিবিধ খাতের ৩৩.৮৪, পেপার ও প্রকাশনা খাতের ১২.১৫, টেলিযোগাযোগ খাতের ২৩.৫৭, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৩৫-এ।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এমএন)