logo ২৬ আগস্ট ২০২৫
শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৫ ১৬:২৪:৪৩
image

ঢাকা: সূচক ও লেনদেনের বৃদ্ধি দিয়ে বুধবার শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। শুধু তাই নয়, গত সোয়া দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে। ডিএসইতে দিনশেষে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৯ লাখ টাকা, যা গত সোয়া দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।


এর আগে ১৪ জানুয়ারি ৩৯০ কোটি টাকার লেনদেন হয়েছিল ডিএসইতে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২৫৫ কোটি টাকা। এ হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯৫ কোটি টাকার মতো।


বুধবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫.৮৯ পয়েন্ট। এর ফলে ডিএসই সূচক ফের সাড়ে ৪ হাজার পয়েন্টের উপরে উঠে এসেছে। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫০৯.৩০ পয়েন্টে। মঙ্গলবার ডিএসইএক্স কমেছিল ১৩.১৫ পয়েন্ট।


মঙ্গলবারের মতো বুধবারও লেনদেনের শীর্ষে রয়েছে এসিআই কোম্পানি। দিনশেষে কোম্পানিটির ২৬ কোটি ৪১ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের লেনদেন হয়েছে ২৫ কোটি ৭ লাখ ২১ হাজার টাকার। ১৬ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে শাশা ডেনিমস।


লেনদেনে এর পর রয়েছে যথাক্রমে- এসিআই ফরমুলেশন্স, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, জাহিন স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, ফার্মা এইড ও মবিল যমুনা।


লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।


দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ২৮.৭১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৩৪০.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মঙ্গলবার ২৩ কোটি ৬৯ লাখ টাকা লেনদেন হলেও বুধবার তা বেড়ে হয়েছে ৬১ কোটি ১৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।


(ঢাকাটাইমস/২৫ মার্চ/এসইউএল)