ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৫ ১২:০৩:২৫

ঢাকা: ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রথম ঘণ্টা পার করেছে দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লেনদেন বন্ধ থাকায় বুধবারই চলতি সপ্তাহের শেষ কার্যদিবস।
গত কয়েকদিনের মতো বুধবার সূচকের ঊর্ধ্বমুখীতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে সূচক ৩ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ৫ পয়েন্ট, বেলা ১১টায় সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পায়।
এরপর ১১টা ১০ মিনিটে সূচক আগের কার্যদিবসে অবস্থান করে। বেলা ১১টা ২০ মিনিটে আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে গেলেও ফের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরে সূচক। বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৭ পয়েন্ট অবস্থান করছে।
এদিকে, ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১০ পয়েন্টে। ডিএসইতে ৯৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কমেছে ১০৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৮৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- এসিআই, জিপি, জাহিন স্পিনিং, এসিআই ফরমুলেশন, ফার্মাএইড, জেএমআই সিরিঞ্জ, এসপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা ও যমুনা অয়েল।
অপর শেয়ারবাজার সিএসইতেও সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। প্রথম ঘণ্টায় সিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৩ লাখ টাকা।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টি।
(ঢাকাটাইমস/২৫মার্চ/জেএস)