সপ্তাহজুড়ে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ মার্চ, ২০১৫ ০৯:৫৬:২৪

ঢাকা: গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে একটি কোম্পানি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট ফিন্যান্স, ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক। আর লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংক।
শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।গত বছরে শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) করেছে ১ টাকা ২ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৯৫ পয়সা।
ফার্স্ট ফিন্যান্স: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। সমাপ্ত বছরে ইপিএস করেছে ৬৬ পয়সা। আর এনএভি হয়েছে ১৩ টাকা ৬৪ পয়সা।
ইসলামী ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরে ব্যাংকটি ইপিএস করেছে ২ টাকা ৪৬ পয়সা। আর এনএভি হচ্ছে ২৮ টাকা ৯৩ পয়সা।
উত্তরা ব্যাংক: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে ইপিএস করেছে ৩ টাকা ৫১ পয়সা। আর এনএভি হয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা।
অন্যদিকে, শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি আইসিবি ইসলামিক ব্যাংক। আলোচিত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) লোকসান হয়েছে ১৪ টাকা ৪৯ পয়সা।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এমএন)