logo ১৪ মে ২০২৫
সাপ্তাহিক গেইনার ও লুজার তালিকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
২৮ মার্চ, ২০১৫ ১২:০৪:১৭
image

ঢাকা: গত সপ্তাহের চার কার্যদিবসের লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে। পাশাপাশি সূচক ও লেনদেনও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইতে গতসপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এমবি ফার্মার। সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১৭.৯০ শতাংশ।  গত সপ্তাহে প্রতিদিন গড়ে এমবিফার্মার শেয়ার লেনদেন হয়েছে গড়ে ১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকার।


দরবৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে-এসিআই ফরমুলেশনের ১৬.২৩ শতাংশ, ফার্মা এইডসের ১৬.১৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ১৩.৯৫ শতাংশ, এসিআইয়ের ১১.৩২ শতাংশ, পপুলার লাইফের ১০.৭০ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ১০.৫৬ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১০.২২ শতাংশ, লিবরা ইনফিউশনের ১০.০৮ শতাংশ, সোস্যাল ইসলামি ব্যাংকের ৯.৮৫ শতাংশ দর বেড়েছে।


অপরদিকে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর হারিয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ারের দর কমেছে ২৬.২০ শতাংশ। গত সপ্তাহে গড়ে প্রতিদিন রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেনের পরিমান ৭ লাখ ৩৬ হাজার টাকা।


লুজারের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট লীজ ফাইন্যান্সের ১৬.২২ শতাংশ, ইউনিক হোটেলের ৯.৭৩ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৮.৫০ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৭.৯৭ শতাংশ, ফারইস্ট নিটিং ৭.৫২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.৪৮ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৬.৪৯ শতাংশ, ডিবিএসএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৮২ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৭৬ শতাংশ দর কমেছে।


(ঢাকাটাইমস/২৮মার্চ/এমএন)